/anm-bengali/media/media_files/2025/05/03/TPFVcFGyYcXgVurAEaJa.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানায় শনিবার অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যা গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটানোর উদ্দেশ্যে আয়োজিত হয়। "রক্ত দিন, জীবন বাঁচান" এই মানবিক বার্তার মাধ্যমে জেলা পুলিশ ও সবং থানার উদ্যোগে এই মহৎ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
/anm-bengali/media/media_files/2025/05/03/1000198489-287837.jpg)
শিবিরে প্রায় ১৬০ জন রক্তদাতা অংশ নেন, এর মধ্যে ৪০ জন মহিলা। পুলিশের অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার—সকলেই রক্তদান করেন। উপস্থিত ছিলেন SDPO দেবাশীষ রায়, সার্কেল ইন্সপেক্টর (CI) বিশ্বজিৎ দাস, সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক চঞ্চল সিংহ, ট্র্যাফিক ওসি গোপাল রানা সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা রক্তদাতাদের উৎসাহিত করে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে রক্তদানের আহ্বান জানান।
/anm-bengali/media/media_files/2025/05/03/1000198487-778084.jpg)
এদিন রক্তদানের বার্তা "এক ব্যাগ রক্ত, এক নতুন জীবন" অনুপ্রাণিত করে স্থানীয় মানুষদেরও। রক্তদান শিবিরে অংশ নেওয়া সাধারণ মানুষদের মতে, পুলিশের এই উদ্যোগ শুধুমাত্র নিরাপত্তারক্ষক নয়, সমাজসেবার প্রতি তাদের দায়িত্বও প্রমাণ করে।
/anm-bengali/media/media_files/2025/05/03/ZwabwKBaj2HeDBPXAgEX.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us