সমব্যাথী বিজেপি সভাপতি, পহেলগাঁও হামলার কথা ভুলছেন চন্দ্রশেখর

'শ্রদ্ধা জানাতে এখানে এসেছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajeev chandrasekhare1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত এন রামচন্দ্রনের পরিবারের সাথে দেখা করলেন রাজীব চন্দ্রশেখর। এদিন কেরালার বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর সাক্ষাতের পর বলেন, “২২ এপ্রিল সন্ত্রাসী হামলার পর আমি তার দেহ এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং শ্রদ্ধা জানাতে নিবিড়ভাবে অপেক্ষা করছিলাম। কোচিতে তার মৃতদেহ পৌঁছানোর সময় আমি সেখানে ছিলাম। আজ, আমি তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং শ্রদ্ধা জানাতে এখানে এসেছি”।

rajeev chandrasekharr.jpg