/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরে একটি সুপার মার্কেটে আগুন লাগার পর পৌরসভার পক্ষ থেকে শপিংমলগুলিতে অভিযান চালানো হয়েছে। শনিবার সকালে পঞ্চুরচক এলাকায় অবস্থিত একটি সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এসি থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। সেসময় মার্কেটের ভেতরে ভিড় ছিল ক্রেতাদের। দোকান কর্মীরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তবে দমকলের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
/anm-bengali/media/media_files/2025/05/03/1000198373-633196.jpg)
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এর পরেই মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে শহরের সমস্ত শপিংমলগুলিতে অভিযান চালানো হয়। পৌরপ্রধান সৌমেন খান, কাউন্সিলর এবং পৌরসভার বিদ্যুৎ ও দমকল বিভাগের আধিকারিকরা এই অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে দেখা যায়, শহরের অধিকাংশ শপিংমলে 'ফায়ার লাইসেন্স' নেই, অথচ তা চলছিল বছরের পর বছর। শপিংমলগুলির মালিকদের দাবি, বাড়ির মালিকের সঙ্গে সমস্যা থাকার কারণে তারা 'নো অবজেকশন সার্টিফিকেট' না পাওয়ায় ফায়ার লাইসেন্স নিতে পারছেন না। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দিনের মধ্যে লাইসেন্স না পাওয়া শপিংমলগুলিকে বন্ধ করে দেওয়া হবে।
পৌরপ্রধান সৌমেন খান জানান, "প্রতিদিন এই শপিংমলগুলিতে কয়েকশো মানুষ আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। যারা ফায়ার লাইসেন্স দেখাতে পারবে না, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
/anm-bengali/media/media_files/2025/05/03/1000198372-246574.jpg)
এ ঘটনার পর, মেদিনীপুরে শপিংমলগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে আরও আলোচনা উঠেছে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, বড় দুর্ঘটনা না ঘটলে প্রশাসন সচেতন হয় না।
/anm-bengali/media/media_files/2025/05/03/ZwabwKBaj2HeDBPXAgEX.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us