বাম শিবিরে শোকের ছায়া, প্রয়াত সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য
আদালতে ডেরেক ও'ব্রায়ান, সাকেত গোখলে, শান্তনু সেন সহ আরো TMC নেতারা! কি ঘটল?
আতঙ্কের রেশ কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা কাশ্মীরের! মঙ্গলবার থেকেই উপত্যকায় খুলছে একাধিক স্কুল
সিঁদুর এখন আত্মত্যাগ ও একতার প্রতীক! কুশীনগরে ১৭ জন নবজাতকের নাম রাখা হল ‘সিঁদুর’
বিজেপি সভাপতি দিলীপ- জানিয়ে দিলেন- এই মুহূর্তের বিগ ব্রেকিং
'পাকিস্তান মুর্দাবাদ’ না বললে ছাড় নয়! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রাজনীতির উত্তাপ
খুলছে শ্রীনগর বিমান বন্দর
যুদ্ধ বিরতি হলেও থমথমে কাশ্মীর! তারমধ্যেই রাজৌরি থেকে উদ্ধার করা হল প্রচুর পরিমাণে বিস্ফোরক
শোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে পড়ল পোস্টার! তথ্য দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকা পুরস্কার

বৈশাখের দাবদাহে হাঁপিয়ে উঠেছে দক্ষিণবঙ্গ! স্বস্তির বৃষ্টি কবে? কি বলছে আবহাওয়া দপ্তর? জানুন

কলকাতা, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। তবে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা নিয়ে আশার খবর দিল আবহাওয়া দফতর।

author-image
Debapriya Sarkar
New Update
summerkoll4.jpg

নিজস্ব সংবাদদাতা : বৈশাখ পড়তেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে অস্বস্তিকর দাবদাহ। দিনের পর দিন তীব্র গরমে হাঁসফাঁস করছেন রাজ্যের বাসিন্দারা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এর মধ্যেই সকলের একটাই প্রশ্ন—কবে হবে বৃষ্টি?

d

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আজ, অর্থাৎ শুক্রবারও গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ছোটনাগপুর থেকে প্রবেশ করা শুকনো, গরম হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও ৪-৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। রাজ্যের বিভিন্ন এলাকায় জলীয় বাষ্প থাকলেও তা বৃষ্টি হওয়ার পক্ষে যথেষ্ট নয়, বরং এটি গরমকে আরও অস্বস্তিকর করে তুলবে।

summerkoll2.jpg

পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকবে বলে জানা গেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম এবং অস্বস্তি আরও বাড়বে।

rain

এর মধ্যে সুখবর হল, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। তাই এই সময়ে বাড়ির বাইরে বের হলে সতর্ক থাকুন। প্রচুর জল খান, ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন। গরমের কষ্ট কিছুটা হলেও কাটবে সপ্তাহান্তে, এমনটাই আশা করা যায়।