নিজস্ব সংবাদদাতা : বৈশাখ পড়তেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে অস্বস্তিকর দাবদাহ। দিনের পর দিন তীব্র গরমে হাঁসফাঁস করছেন রাজ্যের বাসিন্দারা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এর মধ্যেই সকলের একটাই প্রশ্ন—কবে হবে বৃষ্টি?
/anm-bengali/media/media_files/2025/01/23/6alanHCLrDnO6JAjmEP7.jpeg)
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আজ, অর্থাৎ শুক্রবারও গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ছোটনাগপুর থেকে প্রবেশ করা শুকনো, গরম হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও ৪-৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। রাজ্যের বিভিন্ন এলাকায় জলীয় বাষ্প থাকলেও তা বৃষ্টি হওয়ার পক্ষে যথেষ্ট নয়, বরং এটি গরমকে আরও অস্বস্তিকর করে তুলবে।
/anm-bengali/media/media_files/yDaFrUN3yfzETmEVlsT0.jpg)
পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকবে বলে জানা গেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম এবং অস্বস্তি আরও বাড়বে।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
এর মধ্যে সুখবর হল, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। তাই এই সময়ে বাড়ির বাইরে বের হলে সতর্ক থাকুন। প্রচুর জল খান, ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন। গরমের কষ্ট কিছুটা হলেও কাটবে সপ্তাহান্তে, এমনটাই আশা করা যায়।