আতঙ্কের রেশ কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা কাশ্মীরের! মঙ্গলবার থেকেই উপত্যকায় খুলছে একাধিক স্কুল

মঙ্গলবার থেকে কাশ্মীরের বেশিরভাগ স্কুল খুলছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kashmiri scchools


নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে ছন্দ ফিরে আসছে জম্মু  ও কাশ্মীর। সোমবার নতুন করে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাতে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। জম্মুর সাম্বা সেক্টরে রাতের দিকে ড্রোনের উপস্থিতি দেখতে পাওয়া গেলেও সেনাবাহিনীর তরফে জানানো হয়, আতঙ্কের কোনও কারণ নেই। সোমবার রাতে শ্রীনগরে কোনও ব্ল্যাক আউট হয়নি। মঙ্গলবার লালচকে সকাল থেকে ভিড় দেখতে পাওয়া যায়। কাশ্মীরের হোটেল মালিকরা বলেছেন, পহেলগাঁও হামলার পর কাশ্মীরে আসা পর্যটকরা বন্ধ করে দিয়েছিলেন। বেশিরভাগ বুকিং ক্যানসেল করে দিয়েছিলেন। কিন্তু জুন মাসের জন্য কাশ্মীরের হোটেলগুলোতে ধীরে ধীরে বুকিং আসতে শুরু করেছে। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে কাশ্মীরের স্কুলগুলো বন্ধ ছিল। মঙ্গলবার থেকেই কাশ্মীরের স্কুলগুলো খুলতে শুরু করেছে। তবে পাক সীমান্ত লাগোয়া স্কুলগুলো এখনই খোলা হবে না বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। নিরাপত্তার কারণেই এই স্কুলগুলো খোলা হবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আজকে শ্রীনগর বিমানবন্দর  আবার চালু হতে পারে বলে জানা গিয়েছে। 

kashmir school