/anm-bengali/media/media_files/2025/05/13/rJ4cUnmdicmzI7TsKghp.jpg)
নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে ছন্দ ফিরে আসছে জম্মু ও কাশ্মীর। সোমবার নতুন করে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাতে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। জম্মুর সাম্বা সেক্টরে রাতের দিকে ড্রোনের উপস্থিতি দেখতে পাওয়া গেলেও সেনাবাহিনীর তরফে জানানো হয়, আতঙ্কের কোনও কারণ নেই। সোমবার রাতে শ্রীনগরে কোনও ব্ল্যাক আউট হয়নি। মঙ্গলবার লালচকে সকাল থেকে ভিড় দেখতে পাওয়া যায়। কাশ্মীরের হোটেল মালিকরা বলেছেন, পহেলগাঁও হামলার পর কাশ্মীরে আসা পর্যটকরা বন্ধ করে দিয়েছিলেন। বেশিরভাগ বুকিং ক্যানসেল করে দিয়েছিলেন। কিন্তু জুন মাসের জন্য কাশ্মীরের হোটেলগুলোতে ধীরে ধীরে বুকিং আসতে শুরু করেছে। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে কাশ্মীরের স্কুলগুলো বন্ধ ছিল। মঙ্গলবার থেকেই কাশ্মীরের স্কুলগুলো খুলতে শুরু করেছে। তবে পাক সীমান্ত লাগোয়া স্কুলগুলো এখনই খোলা হবে না বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। নিরাপত্তার কারণেই এই স্কুলগুলো খোলা হবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আজকে শ্রীনগর বিমানবন্দর আবার চালু হতে পারে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/13/UbD8DDvV6cbLbhMzaKtD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us