তৃণমূল নিল বড় পদক্ষেপ

জেলা জুড়ে যুব তৃণমূল কংগ্রেসের জলছত্র চলবে: নির্মাল্য চক্রবর্তী।

author-image
Aniket
New Update
breaking new 2

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা ৪০ এর গন্ডি পেরিয়েছে।তাই দলের নির্দেশে মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকে ব্লকে রাস্তার মোড়ে,বাজারে,হাইওয়ের ধারে জলছত্র খোলা হয়েছে। মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন দলের নির্দেশে আমরা ব্লকে ব্লকের যুবদের এই জলদান শিবির খুলতে বলেছি। কয়েকদিন ধরে লাগাতার গরম চলছে।

তাই খড়্গপুর, মেদিনীপুর, দাঁতন সহ একাধিক এলাকায় জলদান শিবির খোলা হয়েছে। দলের নেতৃত্ব এবং যুবরা একসঙ্গে মিলে এই কাজ করছে। কোথাও ছোলা গুড়,কোথাও ও আর এস জল,কোথাও শরবত দেওয়া হচ্ছে পথচলতি মানুষ,ড্রাইভার সহ অনান্যদের।

যে কদিন গরম থাকবে সেই কদিন চলবে।অপরদিকে  দাঁতন-২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহায়তায় এই তীব্র দাবদাহে পথ চলতি মানুষজনকে "জলদান" কর্মসূচি সুসম্পন্ন হল ব্লকের মুখ্য পার্টি অফিসের সম্মুখে ধনেশ্বরপুরে। এক সপ্তাহ ধরে চলবে "জলছত্র" কর্মসূচি  দাঁতন ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইপ্তেকার আলি ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকল যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকগণকে। খড়্গপুরে যুবনেতা অসিত পাল তথা ওরফে ছোটকার উদ্যোগে জলদান শিবির খোলা হয়েছে।