যুদ্ধ বিরতি হলেও থমথমে কাশ্মীর! তারমধ্যেই রাজৌরি থেকে উদ্ধার করা হল প্রচুর পরিমাণে বিস্ফোরক

রাজৌরি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হল।

author-image
Tamalika Chakraborty
New Update
INDIAN ARMY


নিজস্ব সংবাদদাতা: ভারত অপারেশন সিঁদুর শুরু করার পর থেকে সীমান্তে পাক সেনারা গুলির লড়াই শুরু করে। মর্টার শেল ছোঁড়ে। পাক সেনারা সাধারণ মানুষকে লক্ষ্য করে মর্টার শেল ছোঁড়ে। জম্মু  ও কাশ্মীরে পাক সীমান্ত বরাবর পুঞ্চ, রাজৌরি, বারামুলা সেক্টরে ব্যাপক পরিমাণে গুলির লড়াই হয়। এবার কাশ্মীরের সেই রাজৌরি থেকে ব্যাপক পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ভারতের নিরাপত্তাবাহিনী সেই বিস্ফোরক ইতিমধ্যে নিষ্ক্রিয় করেছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজৌরিতে এত ব্যাপক পরিমাণে বিস্ফোরক কীভাবে এল? এই বিস্ফোরকের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। 


Indian Army