বাম শিবিরে শোকের ছায়া, প্রয়াত সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য

সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাম নেতা নেপালদেব ভট্টাচার্য।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
left leader left


নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন বিশিষ্ট বাম নেতা নেপালদেব ভট্টাচার্য। সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

নেপালদেব দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এক সময় দল থেকে বহিষ্কৃত হলেও পরে আবার তিনি সিপিএমে ফিরে আসেন তিনি ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

nepal dev

এছাড়াও, নেপালদেব সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বাম মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলের পক্ষ থেকে তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।