শোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে পড়ল পোস্টার! তথ্য দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকা পুরস্কার

কাশ্মীরের শোপিয়ানে পহেলগাঁও হামলার জঙ্গিদের বিরুদ্ধে পোস্টার পড়ল।

author-image
Tamalika Chakraborty
New Update
POSTER AGAINST TERRORIST


নিজস্ব সংবাদদাতা: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ২৫ জন পর্যটক ও  একজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছন। প্রত্যাঘাত হিসেবে ভারত অপারেশন সিঁদুর শুরু করে।  ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল। ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়। কিন্তু প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত পহেলগাঁওয়ে জঙ্গিদের খবর পাওয়া যায়নি।  এনআইএ তদন্তে কোন কোন জঙ্গি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে যুক্ত, তা জানতে পারলেও তাদের এখনও ধরা যায়নি। এই পরিস্থিতিতে  শোপিয়ানে পোস্টার লাগাল জম্মু ও কাশ্মীরের পুলিশ। সেখানে জঙ্গিদের ছবি দিয়ে জানানো হয়েছে, যাঁরা এই জঙ্গিদের খবর দিতে পারবেন, তাঁদের ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে, যাঁরা এই জঙ্গিদের খবর দেবেন, তাঁদের পরিচয় গোপন করা হবে। পোস্টারে জম্মু ও কাশ্মীরের পুলিশ দুটো নম্বর দিয়েছে। এই পোস্টারের শিরোনাম দেওয়া হয়েছে, 'আতঙ্ক মুক্ত কাশ্মীর।'

pahalgam terrorists s