'পাকিস্তান মুর্দাবাদ’ না বললে ছাড় নয়! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রাজনীতির উত্তাপ

ভারত বিরোধী মন্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগে বাংলা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Bangladeshi Arrested

নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রশংসা এবং ভারত ও ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অপরাধে পশ্চিমবঙ্গের দুটি পৃথক জায়গা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

বাঁকুড়ার বড়জোড়া বাজার এলাকা থেকে ইমরান শেখ ওরফে সম্রাট নামে এক যুবককে রবিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পাকিস্তানের পক্ষে ছবি ও ক্যাপশন পোস্ট করেন এবং ভারতের বিরুদ্ধে অসম্মানজনক ভাষা ব্যবহার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান ও তাঁর এক সঙ্গী সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এসে বড়জোড়ায় ফেরিওয়ালার কাজ করছিলেন। পোস্টগুলি ভাইরাল হওয়ার পর স্থানীয় বিজেপি কর্মীরা দু’জনকে ধরে ফেলেন এবং পাকিস্তানের জাতীয় পতাকার উপর দাঁড় করিয়ে কান ধরে "হিন্দুস্তান জিন্দাবাদ" ও "পাকিস্তান মুর্দাবাদ" স্লোগান দিতে বাধ্য করেন। এরপর তাঁদের বড়জোড়া থানায় তুলে দেওয়া হয়।

পরে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে, তবে অপর যুবকের বিরুদ্ধে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। সোমবার ইমরানকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ 'ভারতীয় ন্যায় সংহিতা (BNS)'-এর ১৯৬, ১৯৭(১)(c), ১৫২, ৩৫২ ও ৩৫৩(১) ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে।

Arrest


অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলার এক যুবক মিলন শেখকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি একটি ভুয়ো ছবি পোস্ট করেন যেখানে দাবি করা হয় পাকিস্তানের হামলায় ভারত ধ্বংস হয়ে গেছে। পোস্টে লেখা ছিল — "ভারত পাকিস্তানের কাছে পরাজয় মেনে নিয়েছে।"

সূত্র অনুযায়ী, দেশবিরোধী মন্তব্য, জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করা এবং ভারতীয় সেনার মনোবল ভাঙার চেষ্টার অভিযোগে মিলনের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাঁকে আদালতে তোলা হলে, বিচারক তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে মিলন জানান, তিনি "ভুলবশত এবং না বুঝেই" পোস্টটি করেছিলেন।