/anm-bengali/media/media_files/8YcVyYkpcwd31kskebk9.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে গোটা দেশ আজ গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই অভিযানে ভারতীয় সেনার শক্তি ও সাফল্যকে "নতুন স্বাভাবিক" (new normal) বলে ঘোষণা করেছেন। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে উত্তর প্রদেশের কুশীনগর জেলার অন্তত ১৭ জন নবজাতকের নাম ‘সিদুর’ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
এই শিশুরা জন্ম নিয়েছে ৯ ও ১০ মে তারিখে, ঠিক সেই সময় যখন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর জবাব দিচ্ছিল এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালাচ্ছিল। এই সামরিক অভিযান ছিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর প্রতিশোধ স্বরূপ।
নেহা গুপ্তা নামে এক মা জানান, “আমার মেয়ে ৯ মে জন্মায়, পাহেলগাঁওয়ে হামলার প্রত্যাঘাতের অর্থাৎ অপারেশন সিঁদুর শুরু হওয়ার দুই দিন পর। নিহতদের পরিবারের যন্ত্রণায় আমি শোকাহত, তবে সীমান্তে যে সাহসিকতার সঙ্গে আমাদের সেনারা প্রতিশোধ নিয়েছেন, তাতে আমি গর্বিত। তাই মেয়ের নাম রেখেছি ‘সিদুর’, এটা আমাদের সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো।”
সাধারণত এই অঞ্চলে শিশুর নামকরণ করে বাবার দিদি (পিসি), তবে এবার বাবা-মায়েরাই নিজেরা ‘সিঁদুর’ নামটি রাখার সিদ্ধান্ত নেন।
সরকারি মেডিক্যাল কলেজ (স্বায়ত্তশাসিত)-এর অধ্যক্ষ ডঃ আর কে শাহী জানান, হাসপাতালেই ১৭ জন নবজাতকের নাম ‘সিঁদুর’ রাখা হয়েছে। তিনি বলেন, "সিদুর এখন আত্মত্যাগ ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।”
সামাজিক কর্মী রাজেশ মণি বলেন, “এটা একটা সম্মিলিত আবেগের বহিঃপ্রকাশ। কুশীনগর ও পূর্ব উত্তরপ্রদেশের অনেক পরিবারেই কেউ না কেউ সেনাবাহিনীতে কর্মরত। হয়তো সেই সম্পর্ক থেকেই এই দেশপ্রেমের অনুভূতির জন্ম। আমরা আশা করি এই শিশুরা বড় হয়ে একদিন দেশের হয়ে কাজ করবে।”
ভেদিহারি গ্রামের অর্চনা শাহী বলেন, “আমার সন্তান জন্মানোর আগেই আমি ঠিক করে রেখেছিলাম তার নাম হবে ‘সিদুর’। কারণ এখন এই নাম সাহস আর সহিষ্ণুতার প্রতীক।”
অর্চনার স্বামী অজিত বলেন, “আমরা আজ নিরাপদে বাঁচছি সেনাদের জন্য। এই নাম রাখাই আমাদের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতার এক ছোট্ট প্রকাশ।”
সোমবার সেনা, বিমান ও নৌবাহিনীর শীর্ষ কর্তারা সাংবাদিক সম্মেলনে পাকিস্তানে চালানো অভিযানের প্রমাণ ও ভিডিও তুলে ধরেন। তাঁরা পাকিস্তানের সব দাবি খণ্ডন করেন এবং প্রমাণসহ দেখান পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের সফল হামলার দৃশ্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us