New Update
/anm-bengali/media/media_files/wqNhac9z0q9t6bIIP935.jpg)
নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। বললেন, 'মেদিনীপুরের লোকেরা ইংরেজ ও মুঘল-পাঠানদের বিরুদ্ধে লড়েছে। এবার তৃণমূলের পালা'। ওর যদি দম থাকে আমার সামনে এসে দাঁড়াক। যদি মাটিতে ঘষে না দিই তাহলে বলবেন। মেদিনীপুরের লোক ঘুষ, কাটমানি খায় না'। বললেন যে মেদিনীপুরে চোরেদের জায়গা নেই। দুজনের ঠাণ্ডা লড়াই আরো একবার নতুন মোড় নিল। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এই লড়াই অবশ্যই অর্থবাহক।