'যদি মাটিতে ঘষে না দিই'...অভিষেককে চ্যালেঞ্জ করলেন দিলীপ ঘোষ!

রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ দুটোই পোড় খাওয়া নাম। একে অপরকে বহুবার বহুভাবে মৌখিক আক্রমণ এবং পাল্টা আক্রমণ করেছেন। এবার আবার অভিষেককে চ্যালেঞ্জ করলেন দিলীপ ঘোষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek dilip

নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। বললেন, 'মেদিনীপুরের লোকেরা ইংরেজ ও মুঘল-পাঠানদের বিরুদ্ধে লড়েছে। এবার তৃণমূলের পালা'। ওর যদি দম থাকে আমার সামনে এসে দাঁড়াক। যদি মাটিতে ঘষে না দিই তাহলে বলবেন। মেদিনীপুরের লোক ঘুষ, কাটমানি খায় না'। বললেন যে মেদিনীপুরে চোরেদের জায়গা নেই। দুজনের ঠাণ্ডা লড়াই আরো একবার নতুন মোড় নিল। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এই লড়াই অবশ্যই অর্থবাহক।