/anm-bengali/media/media_files/2025/04/13/rnYiZuj6tsWv85TqtG9j.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাজ্যের সেচ দফতরের পর্যালোচনা বৈঠক উপলক্ষ্যে বুধবার ঝাড়গ্রাম সফরে যান রাজ্যের সেচ ও জলসম্পদ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সরকারি কর্মসূচি অনুযায়ী এদিন তিনি ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে সাম্প্রতিক ভারী বৃষ্টির ফলে জেলার পরিস্থিতি, সেচব্যবস্থা ও ক্ষয়ক্ষতির সামগ্রিক চিত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছেন পশ্চিমাঞ্চল ও দক্ষিণবঙ্গের যেসব জেলা অতি বর্ষণ ও ডিভিসির জলের কারণে বিপর্যস্ত, সেই সব জেলায় প্রশাসনিক বৈঠক করে সেচ দফতরের কাজ খতিয়ে দেখতে, ত্রাণ ও দুর্যোগ মোকাবিলার পরিস্থিতি পর্যালোচনা করতে"। মন্ত্রী আরো বলেন, “ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল এলাকা পরিদর্শন করেছি। মঙ্গলবার বাঁকুড়া ও পুরুলিয়া ছিল আমার কর্মসূচি। আজ ঝাড়গ্রামে এলাম, এরপর যাব পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে"।
এদিন মন্ত্রী আরও জানান যে বলেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের সুবর্ণরেখা নদীর মালিঞ্চা গ্রামে নদীর পাড় ভাঙ্গন প্রকল্পে নির্ধারিত ১২০০ মিটার কাজের সঙ্গে অতিরিক্ত আরও ১০০ মিটার কাজের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, "জঙ্গলমহলের মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, সেই লক্ষ্যেই আমরা প্রতিটি জেলায় যাচ্ছি। মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকে অত্যন্ত ভালোবাসেন, তাঁর নির্দেশেই এই পর্যবেক্ষণ অভিযান"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/08/screenshot-2025-10-08-201652-2025-10-08-20-17-14.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us