স্ত্রী ও পুত্রকে গলা কেটে খুন করে আত্মহত্যা করল ব্যক্তি

ভয়াবহ এক কাণ্ড।

author-image
Anusmita Bhattacharya
New Update
dead

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: স্ত্রী ও পুত্রকে করাত দিয়ে গলা কেটে খুন করে নিজে আত্মহত্যা করলেন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার আণ্ডিরন হালদার পাড়ায়। 

WhatsApp Image 2025-10-08 at 1.21.13 PM

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটিয়েছে ব্যক্তি। নিহতদের নাম সনজিৎ হালদার, মৌসুমী হালদার ও রায়হান হালদার। সনজিৎ হালদার তার নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে। তারপর নিজে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সকালের দিকে সনজিতের মা বাথরুম যাওয়ার সময় জানলা দিয়ে দেখতে পায় তার ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি প্রতিবেশীদের ডাকলে প্রতিবেশীরা দরজা খুলে দেখে স্ত্রী ও ছেলের গলা কাটা নিথর দেহ পড়ে রয়েছে। তারপর বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ দেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার মধ্যে অন্য কোনও কারণ জড়িয়ে আছে কিনা তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ। তবে সনজিত হালদারের মা জানিয়েছেন ছেলে তার স্ত্রীর কারণে এমন ঘটনা ঘটিয়েছে।

diguad