ফের দামালদের তাণ্ডব, এবার ২২-২৫টি হাতির দল হয়ে উঠছে ত্রাস

ভয়ে রয়েছে মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-08 at 5.00.05 PM

বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: দলমার দামালদের তাণ্ডবে অতিষ্ট বাঁকুড়ার জঙ্গল মহলের মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি শাবক সহ ২২-২৫টি হাতির একটি দল সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের হাতিবাড়ি, সারুলিয়া, বামনিশোল, বেলডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে ও রাতভর ধান সহ করলা, ঝিঙে, কুমড়োসহ অন্যান্য সবজির ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এই ঘটনায় স্থানীয় মানুষ পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেও বনদফতরের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছে।

স্থানীয় ও বনদফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই দিন দুপুরের দিকে রুপনারায়ন ডিভিশন থেকে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জ হয়ে ২২ থেকে ২৫টি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুর লাগোয়া সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের কাড়ভাঙ্গার জঙ্গলে প্রবেশ করে। পরে কয়মার জঙ্গল হয়ে হাতির দলটি হাতিবাড়ি, সারুলিয়া, বামনিশোল, বেলডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। 

ক্ষতিগ্রস্ত কৃষিজীবি মানুষের দাবি, বনদফতর ও হুলা পার্টির অপদার্থতার কারণেই এই বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণ করে চাষ করা ধান সহ অন্যান্য সবজি যেভাবে হাতির হানায় নষ্ট হয়েছে তা সামলে ওঠা অসম্ভব। এই অবস্থায় 'গলায় দড়ি দিয়ে আত্মহত্যা' করা ছাড়া কোনও পথ খোলা নেই বলেই তারা দাবি করে।

সারেঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখর রাউৎ বলেন, "হাতির হানায় ক্ষতিগ্রস্ত চাষীরা সরকারি ক্ষতিপূরণে সন্তুষ্ট নন। বনদফতরকে সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শন করা হবে"। রাতেই হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

WhatsApp Image 2025-10-08 at 5.00.13 PM