আধার নাগরিকত্বের প্রমাণ নয়, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন

বিহারের SIR প্রক্রিয়ার ক্ষেত্রেও একই প্রশ্ন উঠেছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
c9uhfmko_aadhaar-card-_625x300_18_March_24.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: SIR প্রক্রিয়ায় আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়— বুধবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গণ্য করা যেতে পারে? উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) এবং কেন্দ্রীয় দলের প্রতিনিধি জ্ঞানেশ ভারতী জানান, “শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য হবে। এটি ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়"।

তিনি আরও বলেন, আধারকে শুধুমাত্র একটি অতিরিক্ত পরিচয়পত্র হিসেবে বিবেচনা করবে ইসিআই (Election Commission of India) । নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে এর কোনও বাড়তি গুরুত্ব দেওয়া হবে না।

উল্লেখ্য, বিহারের SIR প্রক্রিয়ার ক্ষেত্রেও একই প্রশ্ন উঠেছিল। সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী, SIR প্রক্রিয়ার জন্য নাগরিকত্ব প্রমাণে ১১টি নথি গ্রহণযোগ্য। সম্প্রতি আদালত বিশেষ একটি মামলার প্রেক্ষিতে ১২তম নথি হিসেবে আধারকে যুক্ত করার নির্দেশ দিলেও, নির্বাচন কমিশন জানিয়েছে, সেটি শুধুমাত্র বিহারের নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য। বাংলায় আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না।

SIR

সূত্রের খবর, বৈঠকে আরও প্রশ্ন ওঠে - যাঁদের বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাঁদের অবস্থা কী হবে? কমিশনের তরফে জানানো হয়, এই ধরনের ক্ষেত্রে ইনকোয়ারি বা হিয়ারিং করে যাচাই করা বাধ্যতামূলক।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি আইটি সীমা খান্না। তিনি বিএলও (Booth Level Officer)-দের উদ্দেশ্যে বলেন, “বিএলওদের ক্ষমতা অনেক। আপনারা নিষ্ঠা ও শুদ্ধতার সঙ্গে কাজ করুন"। তিনি বিএলও অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন এবং জানান, নতুন মডিউল চালু হলে সেগুলি সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে। কোনও সমস্যা হলে কমিশনের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগের নির্দেশও দেন তিনি।