/anm-bengali/media/media_files/2025/10/08/whatsapp-image-2025-10-08-2025-10-08-17-25-57.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কয়েকদিন আগেই ঘাটাল সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির ব্লক সভাপতি, শহর সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করেছে দল। তারপরেই বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পথের সাথীতে ঘাটাল সাংগঠনিক জেলার জেলা সভাপতি সনাতন বেরার উদ্যোগে নব নির্বাচিত ব্লক, শহর এবং সহ সভাপতিদের শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা দেওয়া হয়। জেলা সভাপতি সনাতন বেরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক, জেলা কমিটির মেম্বার, জেলা কমিটির মেম্বার, ডেবরা আইএনটিটিইউসির সভাপতি আলতাব আলি, সবং ব্লক আইএনটিটিইউসির সভাপতি বিপুন মাইতি, ঘাটাল টাউন আইএনটিটিইউসির সভাপতি স্বপন ভুঞ্যা, ডেবরা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ মিশ্র, সহ নবনির্বাচিত ব্লক সভাপতি ও সহ সভাপতি ও শহর সভাপতিরা। সনাতন বেরা বলেন, "সবার সঙ্গে আলাপচারিতা হল। আগামী দিনে শ্রমিক সংগঠন কীভাবে চলবে, পরিবহন সংগঠন কীভাবে চলবে, আইএনটিটিইউসির মধ্যে থাকা সমস্ত সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে এনে আগামীতে বিজয়া সম্মেলন এবং ২০২৬ এ আমরা কীভাবে কাজ করব তারও রুপরেখা তৈরি করতে হবে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/06/R2C66wsnT5Boxa2D5yzM.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us