১৫ দিনের মধ্যে SIR করা সম্ভব কি? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

১৫ অক্টোবরের মধ্যেই বাংলায় SIR শুরু হতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: SIR ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত উত্তরবঙ্গ সফর শেষে বুধবার কলকাতায় ফিরে এসে তিনি সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পাশাপাশি প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও।

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা ভাবে কি, ১৫ দিনের মধ্যে SIR হয়ে যাবে? নির্বাচন কমিশন কি স্বতন্ত্র সংস্থা, না বিজেপির হয়ে কাজ করছে?”

প্রসঙ্গত, বাংলায় SIR (Special Summary Revision) প্রক্রিয়া শুরু করার সম্ভাবনা ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে জানিয়েছে, ১৫ অক্টোবরের মধ্যেই বাংলায় SIR শুরু হতে পারে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল।

election

বৈঠকে কমিশনের কর্তারা জানতে চান, প্রতিটি জেলা কি প্রস্তুত রয়েছে SIR প্রক্রিয়ার জন্য? বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র তিন-চার দিনের মধ্যেই অন্তত ২০ শতাংশ এনুমারেশন ফর্ম ছাপানো সম্ভব হবে কি না, সেটাও খতিয়ে দেখা হয়। আলোচনায় উঠে আসে বিহারের উদাহরণ, যেখানে একই ধরনের প্রক্রিয়ায় প্রশাসনের নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। কমিশনের তরফে ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে কাজ শুরু করার কথা বারবার উল্লেখ করা হয়।

কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য, “উৎসবের সময়, তার মধ্যে উত্তরবঙ্গ ভয়াবহ বিপর্যস্ত। প্রশাসন উদ্ধারকাজে ব্যস্ত। দক্ষিণবঙ্গে এখনও দফতরগুলো পুরোপুরি সচল হয়নি। এই অবস্থায় ১৫ দিনের মধ্যে SIR করা কি বাস্তবসম্মত?”

তিনি আরও বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। প্রশাসনকে রাজনৈতিক চাপে না ফেলে কাজ করতে দেওয়া উচিত"।

এদিন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, “কমিশনের বৈঠকে রাজ্যের পরিকাঠামো, প্রস্তুতি এবং প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। SIR প্রক্রিয়া কার্যকর করতে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় রাজ্য"।