New Update
/anm-bengali/media/media_files/nZnprkiGxkTDUcjgDtkt.jpg)
হরি ঘোষ, লাউদোহা : জলের দাবিতে রাস্তা অবরোধ লাউদোহা পঞ্চায়েতের মাঝিপাড়া মোড় এলাকায়। ট্যাঙ্কারে যে জল দেওয়া হচ্ছিল সেই জলের রং লাল, সে কারণেই ক্ষেপে যায় স্থানীয় বাসিন্দারা। ট্যাঙ্কার আটকে রাস্তা অবরোধ করেন তারা । জল দেওয়া হচ্ছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ । রবিবার সকাল সাতটা থেকে চলছে অবরোধ । অবরোধের জেরে যানজট । অবিলম্বে পরিশ্রুত জলের ব্যবস্থা না হলে অবরোধ চলবে বলে হুঁশিয়ারি স্থানীয়দের । পাশাপাশি এই ধরনের নোংরা জল কিভাবে ব্লক প্রশাসন স্থানীয়দের পান করার জন্য পাঠিয়েছিল?সেটা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, প্রশাসনের লোকজন এলে তাদেরকে প্রথমেই এক গ্লাস করে জল দেওয়া হবে তারা এই জল পান করার পর সেটা ব্যবহার করবে স্থানীয়রা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us