/anm-bengali/media/media_files/2025/05/13/B2vKtx5ikrb0dsU9AGaW.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: সিবিএসই-তে রেজাল্ট বেরোনোর পরেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। শোরগোল এলাকায়। মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী। দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল। মৃতের বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লী এলাকায়।
প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মা কাজে গিয়েছিল। এইদিন সিবিএসই বোর্ডের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হয়। তারপরেই কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে যায় সে। জানালার ফাঁক থেকে প্রতিবেশীদের নজরে আসে ঋষিরাজ ঝুলছে বাড়ির ভেতর। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে শোরগোল এলাকাজুড়ে। ঋষিরাজের জেঠু দীপক কেশরীর দাবি, "মঙ্গলবার সিবিএসই রেজাল্ট বেরিয়েছিল। সেই সময় মা-বাবা কেউই বাড়িতে ছিল না। তারপরেই এই ঘটনা। রেজাল্ট আমরাও এখনও চোখে দেখিনি। সে রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। জানালার ফাঁক দিয়ে আমার খুড়তুতো ভাইয়েরা দেখতে পায় ঋষিরাজের ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে মৃত্যু হল আমরা বুঝে উঠতে পারছি না"।
/anm-bengali/media/media_files/rWSf1YdotY34Kqghj1dL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us