তৃণমূল কাউন্সিলর বনাম পুরপ্রধানের বিবাদ, ভাঙচুরের অভিযোগ

নজিরবিহীন ঘটনা মেদিনীপুর পৌরসভায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-13 at 5.35.59 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: এলাকায় নাকি দীর্ঘদিন ধরে আসছে নোংরা জল। সমস্যা মেটাতে এসে চেয়ারম্যানের সাথে চরম বাগবিতণ্ডায় জড়ালেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলের নেতৃত্বে পৌরসভার জল দফতর এবং কনজারভেন্সি দফতরে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করেছেন খোদ পৌর প্রধান। খবর পেয়ে পৌরসভায় যায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। 

মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই নাকি জলের সমস্যা। বারবার পৌরপ্রধানকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ কাউন্সিলরের। ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় মঙ্গলবার সকালে সদলবলে আসেন পৌরসভায়। এরপর বেলা বাড়তে পৌর প্রধান পৌরসভায় এলেই তার সাথে বাকবিতণ্ডায় জড়ান মৌ রায়। পৌর প্রধান সৌমেন খানের অভিযোগ, তার অফিসে আসার আগেই ভাঙচুর করা হয় জল দফতর এবং কনজারভেন্সি দফতরে। যতক্ষণ না এলাকায় জলের সমস্যা মিটছে ততক্ষণ জল দফতরে ধরনা দেবেন বলে দাবি কাউন্সিলরের। শাসকদলের দুই পৌর প্রতিনিধির মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলেই দাবি বিভিন্ন মহলের।

doctmc