/anm-bengali/media/media_files/2025/05/13/Dq5bHw4d5Ubfhy9HVMwI.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর স্যালাইন কাণ্ডে অসুস্থ নাসরিনের মৃত্যু সংবাদ শুনে মনের মধ্যে নতুন করে প্রশ্নটা জেগে উঠেছে শালবনির মাম্পি সিংয়ের মনেও। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়া প্রসূতির তালিকায় ছিলেন মাম্পি সিংও। ঘটনার ৪ মাস বাদে সোমবার সকালে নাসরিন খাতুনের মৃত্যুতে নতুন করে ভেঙে পড়েছেন তিনি।
কেশপুরের নাসরিন খাতুনের মৃত্যুর খবরে কাঁদতে কাঁদতে মাম্পি বলেন, "আমার জীবনেরও তো কোনও গ্যারান্টি নেই। ডাক্তারবাবুরা সুস্থ বলে বাড়ি ছেড়ে দিয়েছে। কিন্তু, ১-২ বছর পরে যে আবার সমস্যা হবে না, তার কোনও ভরসা পাচ্ছি না। নিজের উপর বিশ্বাস বলে আর কিছু নেই। আগের মতো পরিশ্রম করা তো দূরের কথা, হাঁটতে-চলতে গেলেও দুর্বল লাগে। একটু কাজ করার চেষ্টা করলেই হাঁপিয়ে যাই। আগের মতো কি আর কোনওদিন সুস্থ হতে পারব আমি?" এখানেই শেষ নয়, সন্তানের ভবিষ্যত নিয়েও দুশ্চিন্তায় ভুগছেন তিনি। বলেন, "নাসরিনের ছোট্ট মেয়েটার জন্য তো খারাপ লাগছেই। সেইসঙ্গে এটাও ভাবছি, আমারও যদি কিছু হয়ে যায়, আমার এই ছোট ছোট দু'টো মেয়ের কী হবে"। বিষ স্যালাইন কাণ্ডে আবারও চোখের জলে ভাসল পরিবার। তবে যেই কজন বেঁচে রয়েছে তাদেরও কি অদূর ভবিষ্যতে কোনও বড়সড় শারীরিক অসুবিধের সম্মুখীন হতে হবে? স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল অবস্থা দেখে কার্যত স্তম্ভিত হয়ে পড়েছে পরিবারগুলি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us