New Update
/anm-bengali/media/media_files/2025/05/13/gfyPbYLcHTncE7d29EU2.jpeg)
নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: মুর্শিদাবাদ থেকে কোলাঘাটে খন্যাডিহি রাইচোক এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন এক রাজমিস্ত্রি। আজ দুপুরে" পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দিয়ে ওঠেন বহরমপুরের ওই রাজমিস্ত্রি। তবে এলাকাবাসীরা জিজ্ঞাসা করলে বলেন, "পাকিস্তানের ভালো, তাই বলেছি"।
পরে এলাকাবাসীরা কোলাঘাট বিটহাউস থানায় খবর দিলে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ আছে ওই রাজমিস্ত্রিকে আটক করে নিয়ে যায়। তবে পুলিশের হাতে তোলার আগে এলাকাবাসীরা ওই রাজমিস্ত্রিকে চেপে ধরলে ওই রাজমিস্ত্রি "ভারত জিন্দাবাদ" স্লোগান দেন ও বলেন, "আমারও তো দেশ"।
/anm-bengali/media/media_files/2025/05/08/F4u9ivw3mOnylOubFLp9.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us