‘আমাদের লক্ষ্যপূরণ হয়েছে ৬-৭ মে-তেই, পাকিস্তান এতোদিন টানলো’: মুখ্যমন্ত্রী

৬ মে রাতের মধ্যেই সম্পন্ন হয়ে যেত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Himanta Biswaq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এতদিন দেশের জন্যে ঐক্যবদ্ধ ছিল সকলে। তবে যুদ্ধবিরতি হতেই রাজনৈতিক মতবিরোধ শুরু হয়ে গেল সভাবসিদ্ধ ভঙ্গিমায়। অপারেশন সিন্দুর নিয়ে এবার হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “পুরো অপারেশন সিন্দুরের ধারণা ছিল সন্ত্রাসীদের শাস্তি দেওয়া। ৬ মে রাতের মধ্যেই এটি সম্পন্ন হয়ে যেত। যেহেতু পাকিস্তান সন্ত্রাসীদের পক্ষে প্রতিশোধ নিয়েছিল, তাই ভারতও প্রতিশোধ নিয়েছিল। অপারেশন সিন্দুরের উদ্দেশ্য ৬-৭ মে-তেই অর্জিত হয়েছিল। পাকিস্তানের মাটিতে ১৫০ জন সন্ত্রাসীকে হত্যা করার পর, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। প্রধানমন্ত্রী, বিহারে তাঁর বক্তৃতা দেখলেও, তিনি কখনও বলেননি যে আমি বেসামরিক পাকিস্তানিদের শাস্তি দেব”।

himanta bishwaq.jpg