/anm-bengali/media/media_files/K3qvqOJ3Et6F2FfEU1IX.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারত-পাকিস্তান সংঘাতে ভারত নিজের অবস্থানে স্পষ্ট। এমনকি সেখানে বন্ধু দেশ আমেরিকার বিরুদ্ধেও যেতে পিছপা হচ্ছে না দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাণিজ্য সম্পর্কে ফের একবার স্পষ্ট বার্তা দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিন প্রধানমন্ত্রীর গতকালের বার্তাকে স্মরণ করিয়ে রণধীর জয়সওয়াল বলেন, “৭ মে অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর থেকে ১০ মে গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে সমঝোতা হওয়া পর্যন্ত, ভারত ও মার্কিন নেতাদের মধ্যে ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার কোনওটিতেই বাণিজ্যের বিষয়টি উঠে আসেনি। তাহলে হঠাৎ বাণিজ্যের প্রসঙ্গ কোথা থেকে উঠছে তা ভারত জানে না”।
#WATCH | Delhi: On US President Donald Trump and trade, MEA Spokesperson Randhir Jaiswal says, "From the time Operation Sindoor commenced on 7th May till the understanding on cessation of firing and military action on 10th May, there were conversations between Indian and US… pic.twitter.com/iBAoLpg8n5
— ANI (@ANI) May 13, 2025