জিল বায়ডেনের মন্তব্য: ট্রাম্প প্রশাসনের অধীনে মহিলাদের স্বাস্থ্য গবেষণায় কমে যাবে ফেডারেল সাহায্য
রাশিয়ার অত্যাধুনিক ‘Zaslon’ রাডারে প্রথম হামলা, ইউক্রেনের নজিরবিহীন সাফল্য
রুশ ঘাঁটি উড়িয়ে দিল ইউক্রেন! কিনবার্নে গোলাবারুদের ভাণ্ডার ধ্বংস
মার্কিন স্ট্র্যাটেজি বদল, রাশিয়াকে চাপে ফেলতে সম্পদ চুক্তি ব্যবহার করবে ট্রাম্প প্রশাসন
BIG BREAKING : প্রধানমন্ত্রীর ইস্তফা! এই মুহুর্তের বড় খবর
নতুন নীতিতে মার্কিন দেশে ফেরার পথ খোলা, কিন্তু শর্তসাপেক্ষ! জানুন বিস্তারিত
বিদেশি সিনেমায় ট্যাক্স, নিজের দেশীয় ইন্ডাস্ট্রি বাঁচাতে নয়া দাওয়াই ট্রাম্পের
আবার খুলছে আলকাত্রাজ? আইন-শৃঙ্খলা নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত
Breaking : মানবতার প্রশ্নে এবার কড়া পদক্ষেপের পথে ওয়াশিংটন! খাবার নিয়ে গাজার পথে ট্রাম্প

ফের বিজেপি কর্মীর দেহ উদ্ধার! এবার জামুড়িয়ায়

দেহটি যেখানে পড়েছিল তার থেকে অনেকটা দূরে সরকারি পুনর্বাসন কেন্দ্র রয়েছে। মৃত যুবক কিভাবে ওইখানে পৌঁছালো সেই নিয়ে ধন্দ্বে পরিবার।

author-image
Pallabi Sanyal
New Update
jamuria bjp

নিহত বিজেপি কর্মীর পরিবার

হরি ঘোষ, জামুড়িয়া : বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিজনদের। 
দেহ উদ্ধার করে কেন্দা ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হসপিটালে পাঠিয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার অন্তর্গত বিজয়নগর মোড়ে অবস্থিত পুনর্বাসন কেন্দ্রের অদূরে।মৃত যুবকের নাম অশোক চক্রবর্তী। হিজলগড়া গ্রামের সুত্রধর পাড়ার বাসিন্দা।

মৃত যুবকের আত্মীয় ধনঞ্জয় চক্রবর্তী অভিযোগ করেন যে তাকে হত্যা করে ফেলা দেওয়া হয়েছে। তিনি জানান, সকালে স্থানীয় গ্রামবাসীদের কাছে তিনি খবর পান যে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঝোপের মধ্যে একটি দেহ পড়ে রয়েছে। সেইমতো তিনিও সেখানে ছুটে যান। সেখানে তিনি দেখেন দেহটি তাদের পরিবারেরই ছেলের। দেহটি যেখানে পড়েছিল তার থেকে অনেকটা দূরে সরকারি পুনর্বাসন কেন্দ্র রয়েছে। মৃত যুবক কিভাবে ওইখানে পৌঁছালো সেই নিয়ে ধন্দ্বে রয়েছে তারা।মৃত যুবকের মা বন্দনা চক্রবর্তী জানান, তার ছেলে বিজেপি কর্মী ছিলেন। কিভাবে তার মৃত্যু হল সে বিষয়ে তার বিশেষ কিছু জানা নেই। সামনে পঞ্চায়েত নির্বাচন তার জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে। তিনি নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নাম নেননি।
অপরদিকে বিজেপি নেতা সন্তোষ সিং জানান, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই বর্তমান শাসক দল তাদের দলের একনিষ্ঠ কর্মীকে হত্যা করেছে। দোষীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে তারা দাবি রাখবেন।যদিও এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
জামুড়িয়া দু'নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা জানান, বিষয়টি তার জানা নেই। ফলে এই বিষয় নিয়ে তিনি কোন মন্তব্য করতে চান না। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, যেকোনও মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।  এই নিয়ে রাজনীতি করা ঠিক নয়। তারা যথাসাধ্য ওই পরিবারের পাশে থাকবেন। তিনি নিজে মৃত যুবকের বাড়িতে গিয়ে দেখা করবেন। বিজেপির কে কটাক্ষ করে তিনি জানান অভিযোগ করার আগে যেন তারা চিন্তা-ভাবনা করে বলেন।