ডেবরায় মাধ্যমিকে প্রথম অর্ঘ্য, শুভেচ্ছা জানাতে এলেন বিধায়ক

ডেবরা ব্লকের হরিমতী হাইস্কুলের ছাত্র অর্ঘ্য কারক মাধ্যমিকে ৬৭৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক ডঃ হুমায়ুন কবীর সহ বিশিষ্টজনেরা।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে হরিমতী হাইস্কুলের ছাত্র অর্ঘ্য কারক। সে পেয়েছে ৬৭৭ নম্বর। অর্ঘ্যের এই সাফল্যে খুশি পুরো এলাকা।

publive-image

অর্ঘ্যের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, আদিবাসী সমাজের নেতা সনাতন হেমরম সহ আরও অনেকে।অর্ঘ্য জানিয়েছে, সে ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায়। বিধায়ক বলেন, “অর্ঘ্য আমাদের গর্ব। ওর পড়াশোনায় যেন কোনও সমস্যা না হয়, আমরা পাশে থাকব।”

এই কৃতিত্বে খুশি তার স্কুল, পরিবার ও প্রতিবেশীরাও। অনেকেই বলছেন, অর্ঘ্যর সাফল্য অন্য ছাত্রদেরও উৎসাহ দেবে।

n