BIG BREAKING : প্রধানমন্ত্রীর ইস্তফা! এই মুহুর্তের বড় খবর

বড় ধাক্কা রোমানিয়ার সরকারে, প্রধানমন্ত্রীর ইস্তফার পর বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন। জাতীয়তাবাদী প্রার্থীরা পাচ্ছেন বাড়তি সমর্থন।

author-image
Debapriya Sarkar
New Update
Zelensky

নিজস্ব সংবাদদাতা : রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল চিওলাকু পদত্যাগ করলেন। কারণ, তাঁর দলীয় জোটের প্রার্থী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফ পর্যায়ে পৌঁছতে পারেননি। এর জেরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে গোটা দেশে।

Marsel

এই ঘটনার পর দেশটি এখন একটি ‘ট্রানজিশন’ বা পরিবর্তনের পর্বে প্রবেশ করছে। একদিকে ক্ষমতাসীন জোটের অবস্থান দুর্বল হচ্ছে, অন্যদিকে জাতীয়তাবাদী এবং 'আউটসাইডার' বা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে থাকা প্রার্থীরা জনসমর্থন পাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন রোমানিয়ার রাজনীতিতে বড় ধরণের প্রভাব ফেলতে পারে। জনগণের ক্ষোভ ও রাজনৈতিক ক্লান্তির ফলেই নতুন মুখদের প্রতি ঝুঁকছে ভোটাররা।