/anm-bengali/media/media_files/2025/05/05/Vx1RtSlnq265KHaLjaVg.jpeg)
নিজস্ব সংবাদদাতা - পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা লক্ষীনারায়ণ হাইস্কুলের পড়ুয়া রাকেশ সামন্ত। এই বছর মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৪৮, মাধ্যমিক পরীক্ষায় ৯২ শতাংশ নাম্বার পেয়েছে রাকেশ। রাকেশের বাড়ি ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ড, রামচন্দ্রপুর এলাকায়। রাকেশের বাবা শীতল সামন্ত রাজমিস্ত্রির কাজ করতো,কিন্তু বছর পাঁচেক আগে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। সংসারে আয় বলতে কিছুই নেই, রাকেশের মা লক্ষ্মী সামন্ত কোনরকমে সংসার চালিয়ে ছেলেকে পড়াশোনা করাচ্ছে, কিন্তু ঠিকমতো টিউশন ফিস দিতে না পারায়। এইবার ওই দুঃস্থ মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।
/anm-bengali/media/media_files/2025/05/03/ZwabwKBaj2HeDBPXAgEX.jpeg)
রাকেশকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার টিউশন ফিসের দায়িত্ব নিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বড়ো হয়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় ঘাটালের রাকেশ। পরিবারের আর্থিক স্বচ্ছলতা নেই, তাই বিজেপি বিধায়কের সিদ্ধান্তে খুশি রাকেশ,কিন্তু সুদূর ভবিষ্যতে কি হবে তা যথেষ্ট ভাবাচ্ছে রাকেশ ও তার বাবা-মাকে।
/anm-bengali/media/media_files/2025/05/05/C7HylmcVUN7dLmSwyilY.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us