Breaking : মানবতার প্রশ্নে এবার কড়া পদক্ষেপের পথে ওয়াশিংটন! খাবার নিয়ে গাজার পথে ট্রাম্প

গাজায় ইজরায়েলের অবরোধের কারণে বাড়ছে খাদ্যসংকট। এই অবস্থায় গাজার সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
Debapriya Sarkar
New Update
Gaza

নিজস্ব সংবাদদাতা : তীব্র মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে গাজা। ইজরায়েলের সম্পূর্ণ অবরোধে প্রায় তিন মাস ধরে খাদ্য ও ওষুধের অভাবে ধুঁকছে লক্ষাধিক মানুষ। এই পরিস্থিতিতে এবার গাজার সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা গাজার মানুষদের খাবার দিতে সাহায্য করব। ওখানে মানুষ না খেয়ে মরছে। এটা আর চলতে পারে না।”

ট্রাম্পের দাবি, “হামাস সব কিছু নিয়ন্ত্রণ করছে। বাইরে থেকে কিছু এলেই তারা কেড়ে নিচ্ছে। সাধারণ মানুষ চরম দুর্দশায় রয়েছে। তাদেরই সাহায্য করব আমরা।”

Gaza

মার্কিন প্রশাসন সূত্রে খবর, গাজায় সাহায্য পাঠানোর একটি বিশেষ ব্যবস্থা তৈরির পথে হেঁটেছে ওয়াশিংটন ও তেলআবিব। এমন একটি মেকানিজম তৈরির প্রক্রিয়া চলছে, যার মাধ্যমে সাহায্য সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছবে— যাতে সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাস বা ইসলামিক জিহাদের হাতে কিছু না পড়ে।

অন্যদিকে, ইজরায়েল জানিয়েছে, এই অবরোধের উদ্দেশ্য হামাসের উপর চাপ সৃষ্টি করে জিম্মিদের মুক্ত করানো। তবে একাধিক আন্তর্জাতিক সংস্থা ইজরায়েলকে তীব্র ভাষায় আক্রমণ করেছে। তাদের অভিযোগ, খাদ্যকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা স্পষ্টতই যুদ্ধাপরাধ।

Trump

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা ভয়ানকভাবে বেড়েছে। শুধু মার্চ মাসেই প্রায় ৩,৭০০ শিশুর মধ্যে তীব্র অপুষ্টি ধরা পড়েছে, যা আগের মাসের তুলনায় ৮২ শতাংশ বেশি। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, গাজায় দুর্ভিক্ষের ছায়া ঘনিয়ে আসছে।