New Update
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফ্লোরিডার মার-আ-লাগোতে অভিনেতা জন ভয়েটের সঙ্গে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল আমেরিকান সিনেমা ইন্ডাস্ট্রিকে কীভাবে নতুন করে চাঙ্গা করা যায়।
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
জন ভয়েট ও তাঁর ম্যানেজার স্টিভেন পল কিছু কর ছাড়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলে জানা গিয়েছে। এরই মাঝে ট্রাম্প ঘোষণা করেন, বিদেশে তৈরি সিনেমার উপর ১০০% ট্যারিফ বসানোর কথা ভাবছেন তিনি। যদিও এই ট্যারিফের বিষয়টি ভয়েটের পরিকল্পনায় ছিল না।
ট্রাম্প ইতিমধ্যে ভয়েট, মেল গিবসন ও সিলভেস্টার স্ট্যালোনকে হলিউডে তাঁর প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছেন। তবে এই ট্যারিফ নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় পড়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us