BREAKING : বাহাদুর শাহ জাফরের বাড়ির দাবি খারিজ করলো সুপ্রিম কোর্ট ! কান্নায় ভেঙে পড়লেন সুলতানা বেগম

কি বললেন সুলতানা বেগম ?

author-image
Debjit Biswas
New Update
Supreme court

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের উত্তরসূরি হিসেবে,বাহাদুর শাহ জাফরের বাড়ির মালিকানা চেয়ে,সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন সুলতানা বেগম। কিন্তু আজ সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেওয়ায়, কান্নায় ভেঙে পড়লেন সুলতানা বেগম। তিনি বলেন,''আমি লালকেল্লার কথা বলিনি, আমি শুধু বাহাদুর শাহ জাফরের বাড়ি চেয়েছিলাম। সেটা লালকেল্লা, জাফর মহল না ফতেপুর সিক্রি,তা একমাত্র সরকার জানে।” এরপর তিনি বলেন,“আমি সুপ্রিম কোর্টের কাছে ন্যায়বিচারের আশা করেছিলাম, কিন্তু আজ সেই আশাও ভেঙে গেল।''

red forttt.jpg