রুশ ঘাঁটি উড়িয়ে দিল ইউক্রেন! কিনবার্নে গোলাবারুদের ভাণ্ডার ধ্বংস

কিনবার্ন স্পিট-এ ইউক্রেনের ১২২তম ডিফেন্স ব্রিগেডের হামলায় ধ্বংস রাশিয়ার বাঙ্কার ও গোলাবারুদের ঘাঁটি। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল দখলকৃত এলাকা।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Ukraine

নিজস্ব সংবাদদাতা : রুশ দখলকৃত কিনবার্ন স্পিট এলাকায় শক্তিশালী হামলা চালাল ইউক্রেন। ইউক্রেনের ১২২তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের এই আক্রমণে রাশিয়ার একটি বাঙ্কার ও গোলাবারুদের ভাণ্ডার গুঁড়িয়ে যায়। বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। হামলাটি রুশ বাহিনীর জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

explosion