ভাষার ভিত্তিতে কাউকে আটক করা যাবে না! বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে এবার সুপ্রিম কোর্ট
“ভারত হল জাপানের ব্যবসার জন্য গ্লোবাল সাউথে স্প্রিংবোর্ড”—টোকিও থেকে বার্তা মোদীর
রাহুল-প্রিয়াঙ্কার পোস্টারের সামনে মোদীকে গালিগালাজ, গ্রেফতার একজন
বিধানসভা ভোটের আগে ভোট ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন বুথের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে
“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান
নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি! পশ্চিমবঙ্গ জুড়ে চরম সতর্কতা
জোর করে খাওয়ানো হল অ্য়াসিড! ১৭ দিন পর পণের জন্য মর্মান্তিক পরিণতি তরুণীর
ভোরের বৃষ্টিতে অচল দিল্লি! ১৪৬ ফ্লাইট দেরি, রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে
উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা

প্রথমে লোভ, পরে দেখানো হচ্ছে ভয়! কী হচ্ছে ঝাড়গ্রামে?

পঞ্চায়েত নির্বাচনে এবার ভোটে লড়বে কুড়মিরাও। ঝাড়গ্রামে এ কী কাণ্ড। শাসকদলের বিরুদ্ধে উঠলো ভয় দেখানোর অভিযোগ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১২


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :  কুড়মি অধ্যুষিত জঙ্গলমহলের ঝাড়গ্রামের একটি গ্রাম হল দরখুলি। শাসকদলের নেতা, যাদের মধ্যে অঞ্চল সভাপতিও আছে, তারা সকাল বেলায় ওই গ্রামের মানুষদের প্রথমে লোভ দেখিয়ে পরে ভয় দেখাতে গেলে গ্রাম থেকে গ্রামবাসীরা এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। এই মুহূর্তে ওই এলাকায় শাসকদলের মূল সমস্যা প্রার্থী খুঁজে না পাওয়া। তাই যেনতেন প্রকারে প্রার্থী খুঁজতেই ঝাড়গ্রাম ব্লকের দরখুলি গ্রামের মানুষদের প্রথমে লোভ ও পরে ভয় দেখানোর  চেষ্টা করে। 
গ্রামের মহিলারা অভিযোগ করেন, ''নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে জেল খাটা দুষ্কৃতী ও তার সঙ্গী সাথীরা আমাদের গ্রামে ঢুকে ভয় দেখাতে শুরু করলে,মহিলারা লাঠি-ঝাঁটা নিয়ে গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেয়।'' তারা আরও বলে, ''শুধু দোরখুলি গ্রাম নয়, গোটা জঙ্গলমহল জুড়ে এর প্রতিবাদ করা হবে।'' এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।