/anm-bengali/media/media_files/2025/04/28/Ay5dGHvWCsmlmDraKXCj.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মোদীর নাম নিয়ে এবং মোদীর ওপর ভরসা রেখে সোজা সন্ত্রাসবাদকে মেনে নেবেন না বলে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, "এটি গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশ। এটি শান্তি ও অহিংসার দেশ। আমরা সর্বদা বিশ্বকে এই বার্তা দিয়ে এসেছি। আমরা এখানে কোনও সন্ত্রাসবাদ মেনে নেব না। প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে সমাধান এনেছে, সবাই তার পাশে দাঁড়িয়েছে।" তিনি জানিয়েছেন, শান্তির বার্তা দিতে মোদী গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই তার বক্তব্যের ভিডিও সামন এসেছে। দেখুন ভিডিও-
#WATCH | Kolkata, West Bengal: BJP leader Dilip Ghosh says, "...This is the nation of Gautam Buddha and Mahatma Gandhi. It is a country of peace and non-violence. We have always given this message to the world. We will not accept any terrorism here... PM Modi is leading the fight… pic.twitter.com/xiehQvSF9Q
— ANI (@ANI) April 28, 2025