ছত্তিশগড়ে বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
“মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন, জনগণ এবার ক্ষমা করবে না” — শঙ্কর ঘোষের মন্তব্য
মার্কিন সাবেক উপ-রাষ্ট্রপতি ডিক চেনির মৃত্যুতে হোয়াইট হাউসে অর্ধনমিত পতাকা
ইউক্রেনে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সুস্থ নারী সশন্ত পরিবার অভিযান নিয়েই হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা
রোমে মধ্যযুগীয় টাওয়ারের আংশিক ধসে নিহত নির্মাণকর্মী
পাগলকে বাঁচাতে গিয়ে মৃত্যু ব্যক্তির!
যাত্রাগাছির অজ্ঞাত পরিচয় দেহের এবার পরিচয় প্রকাশ্যে এলো
তানজানিয়ায় সহিংসতার পর আংশিকভাবে কারফিউ ও ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল

মেয়ে বলতো যেন অনেক গরীবের সেবা করতে পারি! তিলোত্তমার মায়ের খোলা চিঠিতে চোখে চল আসবে আপনারও

শিক্ষক দিবসে খোলা বিচার চেয়ে খোলা চিঠি দিলেন তিলোত্তমার মা।

author-image
Tamalika Chakraborty
New Update
c

নিজস্ব সংবাদদাতা:  আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা খোলা চিঠি লিখলেন। সেখানে তিনি লেখেন, "আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। ওর ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি । আমরা তার অভিভাবক হিসেবে পাশে থেকেছি। ও নিজেও অনেক কষ্ট করেছিল। কিন্তু আমি মনে করি, আপনাদের মতো ভাল ভাল শিক্ষকদেরকে সে পাশে পেয়েছিল বলেই সে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছি । অধরা থাকে সেই রাতে লেখা তার MD-তে গোল্ড মেডালিস্ট হওয়ার স্বপ্ন। এই নারকীয় কাণ্ড ঘটানোর পরও সব তথ্য়প্রমাণ লোপাট করার সমস্ত ব্য়বস্থা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তৎপরতায়। এক কন্য়ার মায়ের আকুতি আর্তি, সকল মেডিক্য়াল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্য়ভবনের কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ, সবার কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে যদি কোনও তথ্য়প্রমাণ থাকে তবে সেগুলো সামনে আনুন। কারণ কিছু কিছু ভাল মানুষের নীরবতা অপরাধীদের সাহস জোগায় বলে আমি মনে করি। চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায়। "

নির্যাতিতার পরিবারের একটি বিবৃতি নিয়ে নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্যাতিতার পরিবার দাবি করেন,মেয়ের দেহ যখন বাড়িতে শোয়ানো ছিল, তখন ডিসি নর্থ তাঁদের টাকার প্রস্তাব দেন। অন্যদিকে, রাজ্য সরকার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখানো হয়েছে, পুলিশ যে টাকার প্রস্তাব দিতে চেয়েছিল, সেই মন্তব্য খারিজ করা হয়েছে। এই প্রসঙ্গে নির্যাতিতার পরিবার বলেন, মেয়ের মৃত্যুর পরের দিন এসে পুলিশ বাধ্য করেছিল এই বক্তব্য দেওয়ার জন্য। 

 tamacha4.jpeg