/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গতমাসের ২৯ তারিখ ভোর বেলায় নিউটাউন যাত্রাগাছি বাগজোলা খাল পারের ঝোপের মধ্য থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে। খুন করে ফেলে গেছে কেউ এমনটাই মনে করে পুলিশ। এরপরই তদন্ত শুরু হয় এই মামলার। এবার জানা গেল ওই মৃত ব্যক্তির নাম পরিচয়।
পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়া গ্রামের বাসিন্দা স্বপন কামিল্যা। তার সল্টলেকের দত্তাবাদে একটি সোনার দোকান রয়েছে। ভাড়া নিয়ে সোনার দোকান চালাতেন। প্রায় দীর্ঘদিন ধরে এই দোকানটি বন্ধ রয়েছে।
যে বাড়িতে দোকান ভাড়া নিয়েছে সেই বাড়ির মালিক গোবিন্দ বাগ এদিন এই প্রসঙ্গে জানান, স্বপন বাবু সাত মাস আগে দোকান ভাড়া নিয়ে বসেছে। সোনার দোকান চালাতেন। এক জনের দু’নম্বরি সোনা নিয়ে ছিলেন। যার নিয়েছিলেন তিনি খোঁজ খবর নেয়। খোঁজ খবর করে এখানে আসেন ২৮ তারিখ। স্বপন দোকানে আসে জিজ্ঞাসা করলে বলে ওই অফিসার এর সাথে যোগাযোগ হয়েছে। এর পরই উনি এসে স্বপনকে গাড়িতে তুলে নিয়ে যান। দোকান থেকে সিসিটিভি ক্যামেরা নিয়ে যায় অফিসার, বিডিও অফিসার। নীল বাতি গাড়ি তুলে নিয়ে যায়। পুলিশ কেউ ছিল না, সিভিলে ছিল। ওই অফিসারের সোনার জিনিস ছিল। একটা চোর চুরি করে নিয়ে এসে ওকে বেঁচে ছিল। আমাকেও নিয়ে যেতে গিয়ে ছেড়ে দিয়ে যায়। ওই অফিসার এর নাম বলেছেন প্রশান্ত বর্মন। বলেন আমরা মিটমাট করে নিচ্ছি”। আর এরপরই এই ঘটনার খবর পান তিনি। আপাতত, পুলিশ ওই ব্যক্তিরই খোঁজ চালাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us