অনামিকার মৃত্যুর এক সপ্তাহ পার, এবার গর্জে উঠলো বিশ্ববিদ্যালয়ের অন্দর
মহালয়ার সকালে আপনার পাশে থাকবে কলকাতা মেট্রো
‘বিভ্রান্তকর নেতা’, রাহুল গান্ধীকে চরম অপমান কেন্দ্রীয় মন্ত্রীর
বাংলার জিএসটি নিয়ে এবার অবাক করা কথা বললেন অর্থমন্ত্রী
আশঙ্কায় সত্যি! কেরলের পর এরাজ্যেও মিললো অ্যামিবা আক্রান্তের খোঁজ, সংখ্যা ২০
ক্ষতিগ্রস্ত গ্রামীণ পরিবারগুলির পাশে লোকসভার স্পিকার ওম বিরলা
জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী রোবো শংকর আর নেই
‘নির্বাচন কমিশন নিজেকে অপমান করছে’, দাবি কংগ্রেসের
গগনযান মিশন নিয়ে বড় ঘোষণা ISRO প্রধান ভি. নারায়ণনের — “২০২৭ সালের প্রথম প্রান্তিকে মহাকাশে যাবে ভারতীয় গগনযাত্রী”

'Operation Kaveri': সুদান ছাড়ল ভারতীয়দের তৃতীয় দল

ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় সি-১৩০জে বিমানে (IAF C-130J aircraft) আটকে পড়া আরও ১৩৫ জন ভারতীয়ের তৃতীয় ব্যাচ বুধবার যুদ্ধবিধ্বস্ত সুদান ত্যাগ করেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ভনভফচ

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় সি-১৩০জে বিমানে আটকে পড়া আরও ১৩৫ জন ভারতীয়ের তৃতীয় ব্যাচ বুধবার যুদ্ধবিধ্বস্ত সুদান ত্যাগ করেছে। এদিকে, বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বুধবার জেদ্দা বিমানবন্দরে প্রথম আইএএফ সি-১৩০জে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ১৪৮ জন ভারতীয়ের দ্বিতীয় ব্যাচকে অভ্যর্থনা জানান। বিদেশমন্ত্রক জানিয়েছে, "অপারেশন কাবেরী পুরোদমে চলছে। আইএএফের দ্বিতীয় সি-১৩০জে ফ্লাইটটি আরও ১৩৫ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে বন্দর সুদান ত্যাগ করে। 'অপারেশন কাভেরি'র আওতায় এটি তৃতীয় ব্যাচের উদ্বাস্তু।"  বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেন, 'অপারেশন কাবেরীর আওতায় ১৪৮ জন ভারতীয়কে নিয়ে বন্দর সুদান থেকে প্রথম সি-১৩০জে বিমান জেদ্দায় অবতরণ করেছে।'