নেপালের শান্তি ফেরাতে এবার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন ভারতের প্রধানমন্ত্রী

প্রথমবার সে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসলেন কোনও মহিলা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sushila and modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই যুব আন্দোলনের জেরে সরকার পড়ে গিয়েছিল নেপালে। এবার অন্তবর্তী সরকারের নেতৃত্বের দায়িত্ব উঠেছে ৭৩ বছরের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি সুশীলা কারকির কাঁধে। ইতিহাস সৃষ্টি করে, এই প্রথমবার সে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসলেন কোনও মহিলা।

এই গুরুত্বপূর্ণ সময়ে নেপালের অন্তবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকির সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথোপকথনের সময় মোদী নেপালের সাম্প্রতিক হিংসায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন। জানান সমবেদনা। একইসঙ্গে নেপালে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারতের পাশে থাকার আশ্বাস দেন।

1957731-sushila

এরপর এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "নেপালের অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকির সঙ্গে কথা হল। সম্প্রতি সেদেশে অস্থিরতার জেরে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তার জন্য সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ভারত সর্বদা পাশে আছে। আগামীকাল নেপালের জাতীয় দিবসে আমি প্রধানমন্ত্রীকে এবং নেপালের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানাই"।

উল্লেখ্য, সদ্য নেপালের রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন সুশীলা কারকি। এর আগে তাঁকে শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছিল মোদীকে। এমনকি সম্প্রতি ইম্ফলে এক সভায় মোদী বলেন, "নেপাল ভারতের বন্ধু দেশ। আমরা ঘনিষ্ঠ বন্ধু। ইতিহাসও আমাদের গভীরভাবে যুক্ত করেছে। আগামী দিনেও একসঙ্গে পথ চলব"।