New Update
/anm-bengali/media/media_files/2025/03/18/vw35rhk-480173.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণ ঘরের ছেলেমেয়েরা ফিরছে ঘরে। টানা ৯ মাস স্পেস স্টেশনে থাকার পর এবার পৃথিবীতে ফেরার পালা। পৃথিবীতে ফিরছেন সুনীতারা। সাফল্যের সাথে হয়ে গেল আনডকিং প্রক্রিয়া। ধীরে ধীরে মহাকাশের মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে পৃথিবীর দিকে এগোচ্ছেন সুনীতা, বুচরা। নাসার স্পেসএক্স-এর মহাকাশযান ক্রু-৯ নিয়ে আসছে সুনীতা উইলিয়ামসদের। গোটা বিশ্ব এখন তাকিয়ে ওঁদের দিকেই। মনে করা হচ্ছে, আগামীকালই ফ্লোরিডা উপকূলে ল্যান্ড করবে তাঁদের ক্রু-৯।
LIVE: #Crew9 and their @SpaceX Dragon spacecraft are departing the @Space_Station and starting their journey back to Earth. Undocking is scheduled for 1:05am ET (0505 UTC). https://t.co/OUp4n98WeE
— NASA (@NASA) March 18, 2025
/anm-bengali/media/media_files/2025/03/18/vsetgvb-289624.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us