“মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ধর্ষণের রাজধানীতে পরিণত করেছেন”—অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

কলকাতা গণধর্ষণ মামলায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা; রাহুল গান্ধীর মন্তব্য নিয়েও কটাক্ষ বিজেপি নেতার।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-03 2.00.34 PM

নিজস্ব সংবাদদাতা: কলকাতায় নাবালিকা গণধর্ষণ মামলাকে কেন্দ্র করে ফের সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যখন রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ে, তখনই এ ধরনের ঘটনা ঘটে। সরকার যখন প্রশাসনিক দায়িত্ব ত্যাগ করে শুধুমাত্র রাজনৈতিক কাজে ব্যস্ত থাকে, আর পুলিশ রাজনৈতিক দলের অংশে পরিণত হয়, তখন সমাজে এই ভয়াবহ পরিস্থিতির জন্ম হয়।”

তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ধর্ষণের রাজধানীতে পরিণত করেছেন। নারীদের নিরাপত্তা আজ তলানিতে। আইনশৃঙ্খলার কোনো অস্তিত্ব নেই বললেই চলে।”

এছাড়া, লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মন্তব্য নিয়েও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এটা প্রথম নয় যে কংগ্রেস বা রাহুল গান্ধী মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন। আগে ‘মৌত কা সৌদাগর’ থেকে শুরু করে বহু অপমানজনক মন্তব্য তাঁরা করেছেন। কিন্তু ইতিহাস বলছে—প্রতিবার কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কাদা ছোড়ার চেষ্টা করেছে, তখনই দেশের মানুষ আরও জোরালোভাবে ‘পদ্মফুলে’ আস্থা রেখেছে।”