/anm-bengali/media/media_files/2025/10/12/taliban-army-2025-10-12-21-56-51.png)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের বাতাসে আবারও আতঙ্কের গন্ধ। বড় বড় শহরগুলিতে যেন অদৃশ্য এক অশান্তির ছায়া নেমে এসেছে। কারণ, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) খোলাখুলি হুমকি দিয়েছে—শীঘ্রই শহরগুলিতে বড় হামলা হবে। টিটিপি দাবি করছে, পাকিস্তান এখন “নিয়ন্ত্রণের বাইরে”, আর তাদের প্রতিশোধ এবার শহরের বুকে।
এই আতঙ্কের মাঝেই ইসলামাবাদ, লাহোরসহ গুরুত্বপূর্ণ নগরীগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নতুন চেকপোস্ট তৈরি হয়েছে, ড্রোন টহল বাড়ানো হয়েছে। রাস্তা, মোড়, বাজার—সব কিছুই যেন টান টান সতর্কতায় গা-ছমছমে।
অক্টোবরেই টেলিগ্রাম ও পশতু মিডিয়ার মাধ্যমে টিটিপি বার্তা দিয়েছিল—“লাহোর-সহ বড় শহরেই রক্ত ঝরবে।” পাকিস্তানের প্রত্যেকটি পদক্ষেপেই এখন ছায়া ফেলছে সেই হুমকি। দলটির দাবি, পাকিস্তানে লাখ লাখ আফগান শরণার্থীকে তাড়ানো হচ্ছে, তাদের ওপর হামলা চলছে করাচি ও লাহোরে। এই অপমানের প্রতিশোধ নেওয়ার দাবি তাদের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/pakistani-taliban-2025-07-28-19-31-40.jpg)
টিটিপির ভাষায়, “পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এবার আমরা পাকিস্তানের দুর্বল অর্থনীতিকে ধ্বংস করব।” হুমকিটা যেন শুধু অস্ত্রের নয়—দেশের ভবিষ্যতের ওপর এক ভয়াল ছায়া। বিশেষজ্ঞদের মতে, লাহোর বা ইসলামাবাদে বড় হামলা হলে তা পাকিস্তানের রাষ্ট্র কাঠামোকে সরাসরি প্রশ্নের মুখে ফেলবে। জমে যাবে ব্যবসা, থমকে যাবে বিনিয়োগ। দেশ আরও ডুবে যাবে অনিশ্চয়তায়।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট ভাষায় বলেছেন—“আফগান ভূমি থেকে যদি একটির বেশি হামলা হয়, আমরা বারবার আঘাত হানব।” কূটনীতির পাতলা রেশম সুতোর ওপরে এখন ঝুলছে দু’দেশের সম্পর্ক। যুদ্ধের ঠান্ডা নিশ্বাস ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে শহরের জনজীবনে। কেউ জানে না সামনের সকাল কেমন। শুধু ভর করে আছে আতঙ্ক আর অকথিত আশঙ্কা— আবার কি জ্বলবে পাকিস্তানের শহরগুলো?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us