/anm-bengali/media/media_files/psxIFEcXZBWfYgxcc2Vm.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: শনিবার ছত্তিশগড় সফরে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন কাঙ্কের জেলার একটি জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকে কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জানান, অটল বিহারী বাজপেয়ী ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড গঠন করেছিলেন। এই দুই রাজ্যে অনেক আদিবাসী সম্প্রদায় বসবাস করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "অটল জি আদিবাসীদের প্রতি সংবেদনশীল ছিলেন। তিনি আদিবাসীদের কল্যাণের জন্য একটি পৃথক মন্ত্রণালয়ও তৈরি করেছিলেন। যেটা কংগ্রেস করতে পারেনি।"
#Watch | Chhattisgarh | Atal Ji formed Chhattisgarh and Jharkhand, two states with many tribal societies. He also created a separate ministry for tribal welfare because he was sensitive towards the tribals. Congress could not do this: Defence Minister Rajnath Singh in Kanker pic.twitter.com/6uKlWCozxc
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 1, 2023