/anm-bengali/media/media_files/ZOA6mRu5AQ879bTp2a8Q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ২৫তম কার্গিল বিজয় দিবস। আজ লাদাখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে কার্গিল যুদ্ধের বীরদের শ্রদ্ধা নিবেদন করেছেন।
সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি উদাহরণ হল অগ্নিপথ প্রকল্প। কিছু মানুষ ভাবতেন যে সেনা মানে রাজনীতিবিদদের স্যালুট দেওয়া, কুচকাওয়াজ করা, কিন্তু আমাদের কাছে সেনা মানে ১৪০ কোটি দেশবাসীর বিশ্বাস।
অগ্নিপথের লক্ষ্য সেনাবাহিনীকে তরুণ করে তোলা, সেনাবাহিনীকে ক্রমাগত যুদ্ধের উপযোগী করে রাখা। দুর্ভাগ্যজনকভাবে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়কে রাজনীতির বিষয় করে তুলেছেন কিছু মানুষ। এরাই সেই লোক যারা সেনাবাহিনীতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করেছে।”
#WATCH | PM Narendra Modi says, "...Agnipath scheme is also an example of the necessary reforms done by the Army...Some people used to think that the Army means saluting politicians, doing parades but for us, Army means the faith of 140 crore countrymen. The goal of Agnipath is… pic.twitter.com/oF3ZV7Fnp8
— ANI (@ANI) July 26, 2024