নিজস্ব সংবাদদাতা : এবার উত্তর প্রদেশের গোরক্ষপুর নিয়ে এক বড় দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন,''১২-১৫ বছর আগে গোরক্ষপুরের মানুষেরা যখন কোথাও যেতেন, তখন তাদের নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে হত। তাদের মধ্যে একটা পরিচয়ের সংকট ছিল।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/pjWGqpcRAkY4VC3Hs9fF.jpg)
এরপর তিনি বলেন,'' এখন এই পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে এবং এখন এখানকার মানুষ নিজেদের পরিচয় নিয়ে গর্ব করতে পারে। এটি নতুন ভারতের নতুন গোরক্ষপুর।''
আগে পরিচয় লুকিয়ে রাখতে হত,এখন হয় না ! হঠাৎ কেন এই কথা বললেন যোগী আদিত্যনাথ ?
কি বললেন যোগী আদিত্যনাথ ?
নিজস্ব সংবাদদাতা : এবার উত্তর প্রদেশের গোরক্ষপুর নিয়ে এক বড় দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন,''১২-১৫ বছর আগে গোরক্ষপুরের মানুষেরা যখন কোথাও যেতেন, তখন তাদের নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে হত। তাদের মধ্যে একটা পরিচয়ের সংকট ছিল।”
এরপর তিনি বলেন,'' এখন এই পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে এবং এখন এখানকার মানুষ নিজেদের পরিচয় নিয়ে গর্ব করতে পারে। এটি নতুন ভারতের নতুন গোরক্ষপুর।''