New Update
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' প্রসঙ্গে কথা বলতে গিয়ে বড় দাবি করে বসলেন বিজেপির দিল্লি প্রদেশের রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবা। তিনি বলেন, "মন কি বাত শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি জ্ঞান, শিক্ষা ও তথ্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।"
এছাড়াও তিনি বলেন, "এই অনুষ্ঠান এখন চেতনা ও সচেতনতামূলক এক কর্মসূচিতে পরিণত হয়েছে। এটি বিশেষভাবে নতুন প্রজন্ম ও যুবকদের জন্য অত্যন্ত উপকারী।"
#WATCH | Delhi BJP President Virendraa Sachdeva says "...Mann Ki Baat is not only a radio program but also a program of knowledge, education and information that we do not know... Mann Ki Baat has become a program that is a program of consciousness and awareness. It is very good… https://t.co/jK0hHuIm0apic.twitter.com/mgiWLJGOUO
— ANI (@ANI) March 30, 2025