New Update
/anm-bengali/media/media_files/UAagFQFLSooedo8cRnzU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার ভারত-পাক সীমান্তে বিরাট কাণ্ড ঘটে গেল। যার জেরে নড়েচড়ে বসল বিএসএফ (BSF)। আজ ২৭ শে আগস্ট রবিবার বিএসএফ শ্রী গঙ্গানগর এবং রাজস্থান পুলিশ যৌথ অনুসন্ধান চালিয়ে শ্রীকরণপুরের সাধারণ অঞ্চলে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি চাষের জমি থেকে একটি ভাঙা হেক্সাকপ্টার ড্রোন উদ্ধার করে। আর এমনই জানিয়েছে বিএসএফ রাজস্থান।
On 27 Aug 2023, BSF Sri Ganganagar & Rajasthan Police, in a joint search operation, recovered a broken Hexacopter drone from the fields near the Indo-Pak border in the general area of Srikaranpur: BSF Rajasthan pic.twitter.com/ygxky4tjcP
— ANI (@ANI) August 27, 2023