New Update
/anm-bengali/media/media_files/JyXXCTfipBJ0tDtIdBfJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যায় ওড়িশায় বজ্রপাত সহ প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের ফলে ওড়িশার গঞ্জাম জেলার ভাঞ্জনগরের কাছে ১৯টি গরুর মৃত্যু হয়েছে।
বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, 'বিশেষ ত্রাণ কমিশনার জেলা কালেক্টরকে এসডিআরএফ-এর নিয়ম অনুযায়ী গরু প্রতি ৩৭,৫০০ টাকা পশু সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।'