/anm-bengali/media/media_files/fT7P481fxEzXUii5bNAd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বিস্ফোরক মন্তব্য করলেন সোনালী গুহ (Sonali Guha)। মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) এক সময়কার ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালী। একাধিকবার দল বদল করার প্রবণতার কারণে বর্তমানে তার রাজনৈতিক কেরিয়ার কিছুটা অনিশ্চিত বলে অনেকে মনে করছেন। তবে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। সম্প্রতি তিনি বলেছেন, "২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে (Election) দক্ষিণ ২৪ পরগনায় বিরোধীদের কোথাও মনোনয়ন জমা দিতে দেননি অভিষেক। আমাকে তিনি বলেছিলেন, সোনালি পিসি আমি পঞ্চায়েত ভোটের দিন কোনও গণ্ডগোল করব না। কিন্তু বিরোধীরা যাতে মনোনয়ন দিতে না পারে তার বন্দোবস্ত করব।"