জঙ্গিদের প্রতি মুহূর্তের খবর দিত ১০ জন স্থানীয় বাসিন্দা! NIA-এর ব়্যাডারে কারা
কোথায় লুকিয়ে রাখা ছিল অস্ত্র! এনআইএ-এর রিপোর্টে চাঞ্লক্যকর তথ্য
ফের রাজ্যে হিন্দু কর্মী খুন! এবার গর্জে উঠল বিজেপি
লস্কর-ই-তইবা নয়, পহেলগাঁও হামলার পেছনে পাক সেনা ও আইএসআইয়ের সরাসরি জড়িত থাকার প্রমাণ
কেরলের ভিজিনজাম সমুদ্রবন্দর উদ্বোধন! ভারতের জলপথ বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা
ওড়িশায় নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু! পুলিশের তদন্তে নয়া মোড়
কেরালায় ভিঝিনজাম বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! এই বন্দর উৎসর্গ হল কার নামে
শরীর থেকে বের করা হয়েছে মস্তিষ্ক, উধাও চোখের মনি! সংবাদিকের নির্মম পরিণতিতে হতবাক বিশ্ব
শহর জুড়ে চলবে ই-বাস! দূষণের মাত্রা কমাতে নয়া উদ্যোগ সরকারের

হামলা-...ফোর্সের প্রধান নিখোঁজ! তবে কী মৃত্যু?

বৈরুত সফরের পর থেকে কুদস ফোর্সের প্রধান নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
জক্লনব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি, যিনি গত মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর লেবানন সফর করেছিলেন, গত সপ্তাহের শেষের দিকে বৈরুতে হামলার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ইরানের দুই ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলার সময় কানি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী দাহিয়েহ এলাকায় ছিলেন। এরপর থেকে ইরান ও হিজবুল্লাহ কানির সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলে জানান ওই কর্মকর্তা।

ইরান সমর্থিত লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার সময় ইসরায়েল দাহিয়েহের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

দ্বিতীয় কর্মকর্তা আরও বলেন, "নাসরুল্লাহকে হত্যার পর কানি লেবাননে গিয়েছিলেন এবং ইরানি কর্তৃপক্ষ সাফিয়েদ্দিনের বিরুদ্ধে হামলার পর থেকে তার সাথে যোগাযোগ করতে পারেনি, যিনি পরবর্তী হিজবুল্লাহ প্রধান হবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল।"

হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিয়েদ্দিনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হিজবুল্লাহর ক্ষমতাধর ঘাঁটি দাহিয়েহে ইসরায়েলের হামলায় গোষ্ঠীটির অনেক শীর্ষ নেতৃত্বের পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস থেকে বেশ কয়েকজন ইরানি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।